Market

সম্প্রতি থমকে যাওয়া এয়ার ইন্ডিয়া টাটার হাত ধরে আবারো আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে নতুন খবর নিয়ে এলেন দেশের আরেক ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা। তাঁর বিমান সংস্থা আকাসা এয়ার হয়ত আগামী বছর থেকেই দেশের আকাশে উড়তে শুরু করবে। এই বিষয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা।
সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আকাশে ওড়ার জন্য ছাড়পত্র মিলেছে। শুরু হয়ে গিয়েছে এয়ারবাসের কাছ থেকে বিমান কেনার প্রক্রিয়া। জানা গিয়েছে, আকাসা এয়ারের জন্য এই পর্যন্ত বিনিয়োগ করা হয়েছে ২৪৭.৫০ কোটি টাকা। প্রাথমিক পর্যায়ে বিমান কেনা নিয়ে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে। এছাড়া বোয়িং বিমান কেনার পরিকল্পনাও রয়েছে আকাসা এয়ারের।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক রাকেশ ঝুনঝুনওয়ালাকে বিমান ওড়ানোর প্রয়োজনীয় গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। এখন শুধু ডিজিজিএ-র লাইসেন্সের অপেক্ষা। এই লাইসেন্স পেয়ে গেলেই তখন আকাসা এয়ারের উড়ানে আর কোন জটিলতা থাকবে না। উল্লেখ্য, ভারতের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে রাকেশ ঝুনঝুনওয়ালা অন্যতম পরিচিত মুখ। তাঁকে ভারতের ওয়ারেন বুফো বলেও সম্বোধন করা হয়। বর্তমানে তিনি আকাসা এয়ারে বিনিয়োগ করলেন।
ব্যুরো রিপোর্ট