Daily

শেয়ার বাজারে ধাক্কা খেলো ঝুনঝুনবলার বিনিয়োগ। এক মাসে ২২% কমলো শেয়ার দর। রাকেশ ঝুনঝুনওয়ালার শিরে যেন সবসময় থাকে লক্ষ্মীর হাত। তাই কোনো শেয়ারে তিনি বিনিয়োগ করবেন আর তার ভালো রকমের রিটার্ন আসবে না, এমনটা কখনও হয়নি। তবে এবার ঘটলো উলটপুরান।
এক মাসে ২২% ধাক্কা খেলো ঝুনঝুনওয়ালার বিনিয়োগ। চলতি বছর এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ইন্ডিয়াবুলস হাউজিং ফিন্যান্স-এ বিনিয়োগ করেছিলেন তিনি। কোম্পানির ২.১৭% অংশীদারিত্বে ছিলেন এই বিনিয়োগকারী। তখন বাজারে শেয়ারের দর ছিল ২৮৫.১৫ টাকা। তবে এরপর নিম্নমুখী হয় ওই কোম্পানির স্টক। এক লাফে ২২% কমে যায় শেয়ার দর।
এবিষয়ে যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই পতন বেশ সাময়িক। ফের উর্ধমুখী হবে এই সংস্থার শেয়ারদর। তবে এখনই তা হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে, সংস্থার সর্বশেষ আয়ের রিপোর্টও সন্তোষজনক। তাই এই দর ভবিষ্যতে বাড়বে বলেই মনে করা হচ্ছে, আপাতভাবে।
ব্যুরো রিপোর্ট