Daily

জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়া : ঝালদা শহরের দীর্ঘদিনের সমস্যা হলো যানজট । আর এই যানজট নিয়ে বারে বার কলম ধরেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা । এবার শুধুই সময়ের অপেক্ষা। প্রশাসন সূত্রে অন্তত এমনটাই ইঙ্গিত । জানা যায় ভোট মিটলেই ঝালদা শহরে গড়ে তোলা হবে নতুন বাস স্ট্যান্ড । পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর ,ভোটের নির্ঘণ্ট পড়ার আগেই ঝালদা রাঁচি রাজ্য সড়কের ঝালদা বিরসা মোড়ের কাছে প্রায় তিন একর জমি পুরুলিয়া জেলা শাসকের তরফে রাজ্য পরিবহণ দপ্তরের কাছে তুলে দেওয়া হয়েছে । এ বিষয়ে অবশ্য ঝালদা মহকুমা শাসক সুবর্ণ রায় কে ফোন করা হলে কোন প্রতিক্রিয়া দেন নি।
প্রসঙ্গত, প্রাচীন এই ঝালদা পৌর শহরে নিয়মিতই যানজটের শিকারে হতে হয় সাধারণ মানুষ থেকে অ্যাম্বুলেন্সকেও এমনকি বাদ পড়েন না নিত্য পায়ে হাটা যাত্রীরাও । তবে শুধুই রাঁচি থেকে বর্ধমান দুর্গাপুর আবার ঝালদা থেকে কলকাতা এবং শিলিগুড়ি বা পুরুলিয়া যাওয়ার বাস গুলো নিত্যদিন ঝালদা শহরের বুকে অস্থায়ী বাসস্ট্যান্ডে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণেই যে যানজট সৃষ্টি হয় তা নয় । অনেক সময় লক্ষ্য করা যায় বড় বড় ট্র্যাক ঢুকে পড়লেও লেগে যায় যানজট । অন্যদিকে শহরের ছোট বড় অনেক হকারদের দখলদারির পাশাপাশি কোন ট্রাফিক নিময় নীতি না মেনে অবাধে টোটোর আনাগোনার কারণেও লেগে যায় যানজট । এই বিষয়ে ঝালদা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রদীপ কর্মকার বলেন, আমি ঝালদা পৌরসভার পৌর প্রধান থাকাকালীন অনেক চেষ্টাই করেছি কিন্তু সঠিক পরিমাণে জায়গা না পাওয়ার কারণে তেমন কিছু করা যায় নি । অবশেষে ঝালদা শহর খুব শীঘ্রই পাচ্ছে একটি নতুন বাস স্ট্যান্ড, প্রশাসনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান তিনি ।