Market

অবশেষে মেঘ কাটল জেট এয়ারওয়েজের। আকাশে আবার উড়তে দেখা যাবে এই সংস্থার বিমানকে। সম্প্রতি জেট এয়ারওয়েজকে নতুন করে গড়ে তোলার জন্য গঠিত কনসোর্টিয়াম মারফৎ এমন তথ্যই জানা গিয়েছে।
উল্লেখ্য, টানা ২৫ বছর জেটের বিমানের যাত্রা ছিল অপ্রতিরোধ্য। কিন্তু ২০১৭ সাল থেকে লোকসানের মুখে পড়তে শুরু করে জেট এয়ারওয়েজ। এদিকে ঋণের ভার বাড়তে থাকায় কার্যত ধুঁকতে থাকার ফলে অবশেষে ২০১৯ এর এপ্রিল মাসে বন্ধ হয়ে যায় নরেশ গোয়েলের সংস্থা।
তারপরেই লন্ডনের কালরক ক্যাপাটালস এবং আরবের ধনকুবের ব্যবসায়ী মুরারি লাল জালান এনসিএলটির কাছে যৌথ প্রস্তাব জমা দেয়। তারপরেই জানা যায়, ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকেই নতুনভাবে ফিরতে চলেছে জেট এয়ারওয়েজ। প্রথমে দেশের ভেতরে এই ফ্লাইট ওঠানামা করলেও আন্তর্জাতিক পরিষেবা দিতে আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবেনা। মনে করা হচ্ছে, এর ফলে তৈরি হবে নতুন কর্মসংস্থান।
ব্যুরো রিপোর্ট