Daily

ফের আকাশে উড়তে দেখা যাবে Jet Airways বিমানকে। চলতি সপ্তাহেই মিলতে পারে পারমিট। আর যে কারণে আবারও Jet Airways নিয়ে আশার আলো দেখছে সংশ্লিষ্ট মহল থেকে সাধারণ যাত্রীরা। এখন প্রশ্ন হচ্ছে, তিন বছর পরে এই বিমান সংস্থার কামব্যাক কেন?
উল্লেখ্য, বিপুল লোকসানের ভার চেপে বসেছিল জনপ্রিয় বিমান সংস্থা Jet Airways এর উপরে। সামাল দিতে না পেরে সংস্থাকে দেউলিয়া ঘোষণা করা হয়। সেই সময় সংশ্লিষ্ট মহলের প্রশ্ন ছিল, যে বিমান সংস্থা এতদিন ধরে মসৃণ গতিতে যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে, সেই সংস্থার ভাঁড়ার শূন্য কেন? এই নিয়ে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্টসি কোড তদন্ত চালায়। স্বাভাবিকভাবেই Jet Airways এর ভাগ্যের উপর তৈরি হয় বড়সড় প্রশ্নচিহ্ন। আদৌ Jet Airways এর বিমান আবার আকাশে উড়তে দেখা যাবে কিনা, সেটা নিয়েও চলতে থাকে ব্যাপক জল্পনা। কিন্তু অবশেষে কাটল সব বাধা।
সূত্রের খবর, খুব তাড়াতাড়ি আকাশে ওড়ার জন্য পারমিট পেতে পারে Jet Airways। তার জন্য তিনটি ধাপে পরীক্ষা করা হবে বিমানের। প্রথম ধাপ রবিবার ভালোভাবে উতরে যায় Jet Airways এর বিমান। এর পরের দু’দিন আরও দুটি ধাপে পরীক্ষা নেওয়া হয়। Jet Airways এর কামব্যাক নিয়ে প্রশংসা করতে দেখা গিয়েছে Indigo কে। টুইটার মারফত জানিয়েছে শুভেচ্ছা। উল্লেখ্য, Jet Airways বৃহস্পতিবার একটি পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের থেকে প্রয়োজনীয় পারমিশন পাওয়ার জন্য। আর তাতেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে আবার তিন বছর পর ফের আকাশে উড়বে Jet Airways এর বিমান।