Market

আবারও কি ভারতের আকাশে উড়তে দেখা যাবে জেট এয়ারওয়েজকে? এখন এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে ব্যবসায়ী মহলে। আশা দেখাচ্ছে সংস্থা নিজেও। কারণ ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল কালরোক-জালান কনসোর্টিয়ামের পরিকল্পনায় সায় দিয়েছে। ফলে মনে করা হচ্ছে, জেট এয়ারওয়েজের নতুন মালিক হতে পারেন মুরারি লাল জালান। কে তিনি?
আশির দশকে কলকাতায় জালানের পারিবারিক ব্যবসার সূত্রপাত। ২০০৩ সালে কলকাতায় কানোই পেপার অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে দাঁড় করিয়ে অ্যাজিও পেপার নামকরণ করে। বর্তমানে এই কোম্পানি রয়েছে ছত্তিশগঢ়ে। এরপর তিনি ব্যবসার অভিমুখ ঘুরিয়ে দেন দুবাই এবং রিয়েল এস্টেট সেক্টরে। এই সংস্থা বর্তমানে উজবেকিস্তানে রয়েছে।
জেট এয়ারওয়েজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক সহ আরও অন্যান্য ঋণদাতাদের কোটি কোটি টাকার দাবি পূরণ করতে রাজি হয়েছে। ৩০টি বিমান নিয়ে ফের বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। ভারত, রাশিয়া এবং উজবেকিস্তানের মত দেশে রিয়াল এস্টেট ব্যবসায় তিনি একজন সফল ব্যক্তিত্ব। তবে এখনও অস্পষ্ট যে জালান জেটের সদস্য হবেন কিনা।
ব্যুরো রিপোর্ট