Trending

অ্যামাজনকে বিদায় জানালেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস। সরে দাঁড়ালেন সিইও পদ থেকে। দীর্ঘ ২৭ বছর ধরে পদ সামলানোর পর বর্তমানে তিনি অ্যামাজনের সকল দায়িত্বভার তুলে দিলেন অ্যান্ডি জেসির হাতে। এখন তিনি নিজেকে মহাকাশ গবেষণায় নিয়োগ করতে চান। যা ছিল তার শৈশবের স্বপ্ন। পাশাপাশি তিনি সমাজসেবা মূলক কাজেও নিজেকে জড়িয়ে ফেলতে চান।
অ্যামাজনের পথ চলা শুরু অনলাইনে বই বিক্রি দিয়ে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজ যা দাঁড়িয়েছে পৃথিবীর এক অন্যতম জনপ্রিয় বৃহত্তম ই-কমার্স সংস্থায়। আজ তিনি পৃথিবীর অন্যতম ধনকুবেরও বটে। ব্রুকিং ইনস্টিটিউশন অফ টেকনোলজি ইনোভেশন সংস্থার ডারেল ওয়েস্ট জানিয়েছেন, বেজোস এমন একজন নেতা যিনি অনলাইনে বই বিক্রি থেকে ক্লাউড কম্পিউটিং এমনকি হোম ডেলিভারির পুরো আদল বদলে দিয়েছেন।
বর্তমানে অ্যামাজনের বাজারমূল্য ১.৭ ট্রিলিয়ন ডলার। প্রতিষ্ঠানকে সযত্নে দাঁড় করিয়েছেন এই বেজোস। এখন তিনি অ্যামাজন থেকে নিজেকে সরিয়ে নিয়ে একেবারে আলাদা একটি মঞ্চেই প্রতিষ্ঠিত করাতে চান। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন জেফ বেজোস।
ব্যুরো রিপোর্ট