Daily

পিছিয়ে গেল জয়েন্ট এনট্রান্স পরীক্ষার তারিখ। ১১ জুলাইয়ের পরিবর্তে পরীক্ষা হবে ১৭ জুলাইতে। এছাড়া অন্যান্য সময়সূচি একই রাখা হবে। সাংবাদিক বৈঠক করে আজ অর্থাৎ বুধবার এই কথা জানান রাজ্য জয়েন্ট এনট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতির কথা বিচার বিবেচনা করেই পিছিয়ে দেওয়া হল পরীক্ষার দিন। কিন্তু ছ’দিনের মধ্যে পরিস্থিতির কতটা এদিক ওদিক হবে? এই বিষয়ে বোর্ডের বক্তব্য, জুলাই মাসের মাঝামাঝি সময়ে পরিবহন অনেকটাই মসৃণ হয়ে যাবে। ফলে ছাত্রছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে আসতেও খুব একটা অসুবিধের মধ্যে পড়তে হবে না।
মলয়েন্দু সাহা জানিয়েছেন, এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৬৯৫ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা মোট ২৭৪টি। ফল প্রকাশ করা হবে ১৪ অগাস্টের মধ্যে। পরীক্ষার্থীদের বাড়ির কাছাকাছিই কেন্দ্র দেওয়া হবে। অতিমারি পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মেনেই পরীক্ষা নেওয়া হবে। মানা হবে সামাজিক দূরত্ব। প্রতিটি ঘরে ২০জন করে পরীক্ষার্থী বসতে পারবে। একটি বেঞ্চে একজন বা সর্বাধিক দু’জন করে বসতে পারবে।
ব্যুরো রিপোর্ট