Daily

দিন ঘোষণা হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার। ২০২২ সালের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কবে পরীক্ষা নেবে, সেই দিন ঘোষণা করলো বোর্ড। একইসাথে কবে থেকে ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করতে পারবেন, তাও জানানো হয়েছে বোর্ডের তরফে।
২৪ শে ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbjeeeb.nic.in এই লিংক থেকেই রেজিস্ট্রেশন করতে পারবেন পড়ুয়ারা। নিজের নাম ও প্রয়োজনীয় কিছু নথি প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৪ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত।
এবছরের পরীক্ষা হবে অফলাইনেই। রাজ্যে এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ২৩ এপ্রিল। ১৫ থেকে ২৩ এপ্রিল অবধি ডাউনলোড করা যাবে এডমিট কার্ড। উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং ,ফার্মাসি বা আর্কিটেকচার বিষয়ে পড়ার জন্য রাজ্যস্তরে এই প্রবেশিকা পরীক্ষা হয়ে থাকে ছাত্রছাত্রীরা।।আর এই পরীক্ষায় পাশ করলে পড়ুয়ারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পান।
ব্যুরো রিপোর্ট