Market
বেআইনিভাবে মজুত করা কাঁচা পাট উদ্ধারের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য। রাজ্যের বাজেয়াপ্ত করা কাঁচা পাট কিনে তা বিনা মুনাফায় চটকলগুলিকে বিক্রি করবে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া (জেসিআই)।
এই প্রথম বাণিজ্যিক ভাবে শস্য কেনাবেচা করবে জেসিআই। এই প্রক্রিয়াটি মসৃণভাবে চালানোর জন্য ইতিমধ্যেই জেসিআইকে চিঠি দিয়েছে রাজ্যের শ্রম দফতর।
সূত্রের খবর, গত বছর করোনা ও আমপানের জেরে পাট চাষ ধাক্কা খেলেও এবার উৎপাদন ভালই হয়েছে। বেআইনি মজুতদারি যাতে বন্ধ করা যায় তার জন্য কুইন্টাল প্রতি কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৬৫০০ টাকা বেঁধে দিয়েছে জুট কমিশনারের দফতর তথা কেন্দ্র। কিন্তু তাতেও বেআইনি মজুতদারি ঠেকানো যায়নি বলে চটকল মালিকদের অভিযোগ। বস্তা তৈরির প্রধান উপকরণ কাঁচা পাট বাজারে বিক্রি হয়েছে ৭০০০-৭৩০০ টাকায়। এমনকি, কাঁচা পাটের অভাবে ইতিমধ্যেই রাজ্যের ১২টি চটকল বন্ধ হয়েছে। কর্মহীন হয়েছেন প্রায় ৪৫,০০০ শ্রমিক। এই পরিস্থিতিতে বেআইনি ভাবে মজুত করা কাঁচা পাট উদ্ধারের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য।
প্রসঙ্গত, কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য ৪৫০০ টাকা নির্ধারিত করেছে কেন্দ্র। এবার থেকে ওই দামেই তা কিনবে জেসিআই। তবে, পরিবহণ-সহ অন্যান্য খরচ যোগ করে বিনা মুনাফায় তা বিক্রি করা হবে চটচকল মালিকদের কাছে।
ব্যুরো রিপোর্ট