Daily
প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটের ব্যবহারকেই গুরুত্ব দিচ্ছে সরকার। কিন্তু পাটচাষিদের অভিযোগ ছিল, চাষ করলেও দাম পাচ্ছেন না তেমন একটা। আর তাই জেসিআইয়ের পক্ষ থেকে পাটচাষিদের হাতে তুলে দেওয়া হল পাউডার। যা পাট পচাতে অনেকটা সাহায্য করবে।
কোচবিহারের তুফানগঞ্জ ১ নং ব্লকে পাটচাষিদের হাতে তুলে দেওয়া হল এই পাউডার। যা তাড়াতাড়ি পাটকে পচিয়ে দিতে সাহায্য করবে। এর ফলে পাটের রঙ যেমন আগের চেয়ে অনেকটা উন্নত হবে, তেমনই পাটের রঙ উন্নত হলে কৃষকরাও বঞ্চিত হবেন না। পাট বিক্রি করে ভালো লাভ করতে পারবেন। আর এই গোটা বিষয়টি তদারকি করলেন তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের সহ কৃষিঅধিকর্তা ঋতম সাহা।
বিঘা প্রতি ৩ থেকে সাড়ে ৩ কেজি এই পাউডার দেওয়া যেতে পারে। এখনও অবশ্য এটি বাজারজাত হয়নি। পাটচাষিদের হাতে তুলে দিয়ে দেখা হবে আগামীতে কতটা সফল হতে পারেন তাঁরা? আর চাহিদা বাড়লে তখন এই পাউডার আনানোর চেষ্টা করা হবে বলেও জানালেন ঋতমবাবু। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীবাড়িতে এই প্রকল্পের সূচনা করা হয়। এছাড়া তিনি জুট আইকেয়ার প্রকল্পের সূচনাও করেন।
শম্পা সাহা, কোচবিহার