Trending
মুক্তির পর এক মাসও কাটেনি বক্স অফিসে জওয়ান ঝড়
জওয়ান ঢুকে পড়ল হাজার কোটির ক্লাবে
প্রথমে পাঠান, এবার জওয়ান- বলিউডে নতুন ট্রেন্ড সেট করলেন শাহরুখ
চলতি বছরে শাহরুখের দুটো সিনেমাই হাজার কোটির ক্লাবে
তবু পাঠানকে টেক্কা দিয়েছে জওয়ান, কোথায়?
জওয়ান রিলিজের প্রথম দিনেই বক্স অফিসে আয় দাঁড়ায় ৭৫ কোটি টাকা
অন্যদিকে পাঠান প্রথম দিন বক্স অফিসে আয় করেছিল ৫৭ কোটি টাকা
পাঠান তৈরি করা হয় ২২৫ কোটি টাকা দিয়ে
জওয়ান তৈরির বাজেট রাখা হয়েছিল ৩০০ কোটি টাকা
সবদিক থেকেই পাঠানকে টেক্কা দিয়েছে জওয়ান
জওয়ান প্রথম হিন্দি ছবি, কম সময়ে ৫০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়ে
দু-সপ্তাহের মধ্যেই জওয়ান আয় করেছিল ৫০০ কোটি টাকা
এদিকে ৫০০ কোটির ক্লাবে পৌঁছতে পাঠান সময় নেয় ২২ দিন মতন
১৬৬ কোটি টাকা আয় করতে পাঠান সময় নেয় ৩ দিন
জওয়ান ২০০ কোটিতে ঢুকে পড়ে রিলিজের ৩ দিনের মাথায়
পাঠানের থেকে জওয়ান ৪০ কোটি টাকা বেশি আয় করে ৩ দিনের মধ্যেই
হাজার কোটির ক্লাবে ঢুকতে পাঠান সময় নিয়েছিল ২৭ দিন মতন
এদিকে হাজার কোটির ক্লাবে ঢুকতে জওয়ান সময় নেয় মাত্র ১৮ দিন
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল অ্যাটলি পরিচালিত জওয়ান
এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করে সাউথের পরিচালক অ্যাটলি
শাহরুখের বিপরীতে জওয়ানে অভিনয় করেন নয়নতারা, বিজয় সেতুপতি
জওয়ান টেক্কা দিয়েছে আরেক বলিউড সিনেমা গদর-২কে
৫০০ কোটির ক্লাবে ঢুকতে গদর-২ সময় নিল ২৪ দিন মতন
সেখানে ৫০০ কোটির ক্লাবে জওয়ান পৌঁছয় দু-সপ্তাহের আগেই
চলতি বছরে শাহরুখ খানের দুটো সিনেমাই পেরিয়ে গেল হাজার কোটি
এই বছরে রিলিজ করবে শাহরুখ খানের তৃতীয় সিনেমা
রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা নিয়ে আশার পারদ বাড়ছে
এই বছরের শেষের দিকে রিলিজ করবে তৃতীয় সিনেমা ডানকি
অনেকেই মনে করছেন, ডানকি একটি কাল্ট সিনেমার তকমা পেতে চলেছে
এখন প্রশ্ন, হাজার কোটির ক্লাবে ঢুকতে চলেছে ডানকি?
ডানকির রিলিজ ডেট রাখা হয়েছে ২২ ডিসেম্বর
আপাতত ক্যালেন্ডারে ডেট মার্ক করে রেখেছেন শাহরুখ ভক্তরা
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ