Daily
রাজ্যের বিভিন্ন জেলায় জাওয়াদের প্রভাব পড়তে শুরু করেছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে ক্রমশ আবহাওয়া ধীরে ধীরে পাল্টাচ্ছে। রাজ্যের বিভিন্ন অংশের মত ঝাড়গ্রামেও সকাল থেকেই রয়েছে আকাশের মুখ ভার। সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। জঙ্গলমহলের বিভিন্ন ব্লকগুলিতে বেশ কয়েকদিন ধরেই বিশেষ করে কৃষি দফতরের পক্ষ থেকে চাষিদেরকে মাঠের ধান কেটে ঘরে নেওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়েছে। কিন্তু এখনো বিস্তীর্ণ অংশের ধান মাঠেই রয়ে গিয়েছে। তাই আশঙ্কা রয়েছে কৃষকদের মনে।
একইরকম আশঙ্কার কথা শোনা যাচ্ছে, কৃষক সন্তু দে’র মুখেও।
তবে কৃষি দফতর বেশ কয়েকদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে মাইকিং করে যেমন কৃষকদের সচেতন করেছেন। তেমনি আজ সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের নদী তীরবর্তী এলাকায় পুলিশের পক্ষ থেকে ব্যপক মাইকিং করা হল।
আবহাওয়া দফতরের মতে আগামী সোমবার পর্যন্ত জেলার আবহাওয়া খারাপ থাকবে। সঙ্গে থাকতে পারে প্রবল বর্ষণের সম্ভাবনা। ঝাড়গ্রাম জেলার সর্বশেষ পরিস্থিতি ফোনে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
অরূপ ঘোষ
ঝাড়গ্রাম