Daily
ক্রমশই বাড়তে শুরু করেছে হাওয়ার গতি। কালো মেঘে ঢেকে আসছে দিঘার আকাশ। ঘূর্ণিঝড় জাওয়াদ যত এগোবে ততই পাল্টাতে থাকবে উপকূলের আবহাওয়া। জোয়ারের সময় সমুদ্র উত্তাল হতে পারে। প্রশাসনের তরফ থেকে দিঘা উপকূল জুড়ে নামানো হয়েছে এনডিআরএফের দল। গোটা দিঘা উপকূল জুড়েই তাঁদের কড়া নজরদারি রয়েছে। প্রয়োজনে হুইসল বাজিয়ে সচেতনও করা হচ্ছে সৈকতে থাকা মানুষদের।
পর্যটকদের সমুদ্রে স্নান করতে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে ফিরিয়ে আনা হয়েছে সমুদ্রে থাকা মৎস্যজীবীদের। এই বিষয়ে দিঘা ফিস ট্রেড্রাস এসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান,
জাওয়াদ আসার খবর পেয়ে আগে থাকতেই প্রস্তুতি পর্ব সারতে শুরু করেছিল রাজ্য প্রশাসন। উপকূলবর্তী এলাকার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র নিরাপদ এলাকায়। খোলা হয়েছে বেশ কয়েকটি সেন্টার। কোন প্রকার দুর্ঘটনার মুখোমুখি যাতে না পড়তে হয় তার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর