Trending

এই বিশ্বের যারা ধনকুবের তাঁদের দানের অঙ্কটাও নেহাত কম কিছু নয়। তাদের মধ্যে প্রথমেই যার নাম মাথায় আসে তিনি বিল গেটস। জানা গিয়েছে এই পর্যন্ত প্রায় ৭৬.৪ বিলিয়ন ডলার দান করেছেন গেটস দম্পতি। পিছিয়ে নেই ওয়ারেন বাফেও। কিন্তু সাম্প্রতিক একটি তথ্য বলছে একেবারে ভিন্ন কথা। যেখানে প্রকাশিত হয়েছে যে, এ যাবত পৃথিবীতে কেউ যদি সবচেয়ে বেশি অঙ্ক দান করে থাকেন তাহলে এই সকল সর্বজন পরিচিত ব্যক্তির থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা। জানা গিয়েছে, বিগত ১০০ বছরে ১০২ বিলিয়ন ডলার তিনি দান করেছেন জনহিতকর কাজে।
হুরুন রিসার্চ পোস্ট ও এডলেগিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় পৃথিবীর সেরা পঞ্চাশ দাতাদের মধ্যে একেবারে শীর্ষে রয়েছেন জামশেদজি টাটা। টাটার সাফল্য যাত্রা শুরু নুন থেকে। বর্তমানে সফটওয়্যার জগতেও টাটার ছড়িয়ে পড়া অভূতপূর্ব। জানা গিয়েছে, জামশেদজি টাটা তাঁর সম্পত্তির দুই-তৃতীয়াংশ দান করেছিলেন ট্রাস্টকে। ১৮৯২ সাল থেকে এই দান করার যাত্রা শুরু। শিক্ষা থেকে স্বাস্থ্য একাধিক ক্ষেত্রে দান করে আজ জামশেদজি টাটা বিশ্বের শ্রেষ্ঠ দাতাদের শীর্ষে পৌঁছে গেলেন।
ব্যুরো রিপোর্ট