Trending
জলপাইগুড়ি সদর ব্লকের গৌরী হাটের করলা নদী। আর এই নদীর উপরেই একটি সেতু। যার দু’পাশেই কৃষিজীবী ও চা বাগানের শ্রমিকদের বসবাস। সামনেই বড় হাট গৌরী হাট। তাই সে দিক দিয়ে দেখতে গেলে সেতুটির গুরুত্ব অপরিসীম। তবে এত গুরুত্বপূর্ণ সেতুটির অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। আর এই বেহাল সেতুর কারণে দীর্ঘদিন ধরেই নানান সমস্যার মুখে পড়েছে এখানকার সাধারণ মানুষ। তবে এবার দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। জলপাইগুড়ি জেলা পরিষদ নতুন করে সেতুটি তৈরি করবে বলে জানিয়েছে । আর সম্প্রতি তারই শিলান্যাস অনুষ্ঠান হয়ে গেল।
সাধারণ মানুষের সুবিধার্থে নতুন করে জেলা পরিষদের উদ্যোগে সেতু তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলার গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে সেতু তৈরির কাজের শিলান্যাস করা হয়। এক বছরের মধ্যে সেতুর কাজ সম্পূর্ণ হবে বলে দাবি জেলা পরিষদের৷ শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, জেলা পরিষদের সদস্য গীতা রাজবংশী, নুরজাহান বেগম, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সুচেতা কর, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে প্রধান সুনীতি চন্দ লোহার, পাতকাটার প্রধান- প্রধান হেমব্রম সহ আরো অন্যান্যরা। সেতুটি নতুন ভাবে তৈরির উদ্যোগ নেওয়ায় খুশি স্থানীয়রা।
নবেন্দু বাড়ৈ, জলপাইগুড়ি