Prime
Daily
সকাল থেকেই ভিজছে কলকাতা, শক্তি হারিয়েছে ইয়াস
By Business Prime News | May 27, 2021
Daily
সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতার আকাশে জমেছে কালো মেঘ। শক্তি হারিয়ে ইয়াস এখন আর ঘূর্ণিঝড় নেই। এখন সে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। তার জেরে বৃষ্টি হবে গোটা রাজ্যে এই পূর্বাভাস ছিলই। আর সেটাই সত্যি হল।
সকাল থেকেই দফায় দফায় ভিজছে কলকাতা। আবহাওয়া দফতর সূত্রে জানান হয়েছিল, ভোর ৫টা ৫৫ মিনিট থেকে কলকাতা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই মতই বারবার বৃষ্টি হচ্ছে কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলায়। শহরের বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৯ শতাংশ।
ব্যুরো রিপোর্ট