Market
এই প্রথমবার বিনিয়োগকারীদের নিয়ে সম্মেলন করতে চলেছে ITC। ব্লু প্রিন্ট তৈরি করতে ব্যস্ত ভারতের এই বিখ্যাত হোটেল-চেন কোম্পানি। Fast Moving Consumer Goods বা FMCG প্রোডাক্ট এবং হোটেল ব্যবসায় আগামীদিনে ঠিক কী ভাবে এগোবে ITC, সেই নিয়েই পরিকল্পনায় মগ্ন এই সংস্থা। বিনিয়োগকারী সম্মেলনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু চমক অপেক্ষা করছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
নতুন এই বিনিয়োগ সম্মেলনে হোটেল ব্যবসা বিযুক্তিকরণের পথে হাঁটতে চলেছে ITC। এছাড়া বিযুক্তিকরণের প্রভাব আসতে পারে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রেও। যদিও ITC-র তরফ থেকে এই সংক্রান্ত কোনওরকম ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।
এই বিযুক্তিকরণ নিয়ে আপাতত উত্তেজনার পারদ চড়েছে ব্যবসায়িক মহলে। একদল মনে করছেন বিযুক্তিকরণের মাধ্যমেই ব্যবসায়িক সাফল্য এবং লাভের পথে হাঁটতে পারে ITC। সামাজিক গভর্নেন্স এবং পরিবেশ নিয়ে বেশকিছু চিন্তাভাবনা রয়েছে তাদের। সেগুলির উপরই আপাতত জোর দিতে চায় তারা। আর তাই প্রথম বিনিয়োগকারী সম্মেলনে বেশকিছু নতুন পরিকল্পনা হয়ত সামনে আসতে পারে। তবে গোটা বিষয়টি সকলের গোচরে আসতে চলেছে আজ।
ব্যুরো রিপোর্ট