Daily

জীবিত ফেরা হল না ঘরের ছেলের। ফিরল তাঁর নিথর মরদেহ। পুরুলিয়ার ছেলে নিরঞ্জন কুম্ভকার ছিলেন আইটিবিপির জওয়ান। তাঁর পোস্টিং ছিল লাদাখে। আর সেখান থেকেই মৃত জওয়ানের দেহ ফিরল পুরুলিয়ার নপাড়া গ্রামে। মৃত জওয়ানের বয়স ৩৭। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকে ভেঙে পড়েছে গোটা গ্রামবাসী।
জানা গিয়েছে, মঙ্গলবার দিন হঠাৎই ঐ জোয়ান অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। সেখানেই বুধবার চিকিৎসাচলাকালীন তাঁর মৃত্যু হয়। মৃত এই জওয়ানের বাড়ি পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার নপাড়া গ্রামে। শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ রাঁচি থেকে সড়কপথে নিয়ে আসা হয়। অবশ্য তার আগেই পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে মৃত জওয়ানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে মৃত জওয়ানের পরিবারকে সব ধরণের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। অন্যদিকে জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন বিভিন্ন জায়গায় জওয়ানের ছবিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করেন।
জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া