Daily

আয়কর আইন অনুসারে, যে ব্যক্তির মোট আয় মৌলিক ছাড়ের সীমার থেকে বেশি তাদের আবশ্যিক ভাবে আয়কর রিটার্ন করতে হবে। আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ জুলাই। এই তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করলে জরিমানার কবলে পড়তে পারেন।
এমন অনেকেই আছেন যাদের বেতন ৫ লাখ টাকার কম। সাধারনত তাদের কোন কর দিতে হয় না। কিন্তু কর দিতে না হলেও তাদের আইটিআর ফাইল করা উচিত। কারণ ২.৫ লাখের ওপরে বেতনের ওপর ৫% কর ধার্য করা হয় তবে এক্ষেত্রে ITR ফাইল করার সময় ৮৭এ এর আওতায় কর ছাড় পাওয়া যায়। এই ছাড় ১২,৫০০ টাকা পর্যন্ত হয়। আর তাই ৫ লাখ টাকা পর্যন্ত বেতন করমুক্ত হয়ে যায়।
খুব স্বাভাবিকভাবেই আপনার বেতন যদি ৫ লাখ টাকার বেশি হয় এবং সমস্ত কর ছাড়ের পর যদি তা গিয়ে ৫ লাখের কমে গিয়ে দাঁড়ায় তাহলে আপনাকে ITR ফাইল করতে হবে। কারণ আপনি আইটিআর ফাইল করলেই জানা যাবে যে আপনি কী কী ছাড় পাবেন। যেমন, আপনার বেতন যদি ৫ লাখ ৪০ হাজার হয়, সেক্ষেত্রে আপনি আইটিআর রিটার্ন করার সময় ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন। তখন আপনাকে কোন কর দিতে হবে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ