Trending

অতিমারির প্রকোপ বৃদ্ধি কর্মক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে বসে কাজ করার যে অভ্যাস তৈরি হয়ে যায় এবার সেখানেই পড়তে চলেছে ভাটা। যেসকল বড় বড় কর্পোরেট সংস্থা একসময় ওয়ার্ক ফ্রম হোমের উপর বেশি জোড় দিয়েছিল, আজ তারাই আবার কর্মীদের অফিসে ফেরাতে উদ্যোগী হয়েছে।
টিসিএস, উইপ্রো বা অ্যাপলের মত কর্পোরেট জায়ান্টগুলি আর কর্মীদের বাড়িতে বসিয়ে কাজ করানোর পক্ষপাতী নয়। বরং তারাই অফিসে কোভিডবিধি মেনে ফিরিয়ে আনতে চাইছে কর্মীদের। শুরু করতে চাইছে পুরনো ওয়ার্ক কালচার।
টিসিএস বছর শেষের আগেই ৮০-৯০% কর্মীদের নিয়ে অফিস শুরুর যেমন পরিকল্পনা করছে, তেমনই উইপ্রো কর্ণধার আজিম প্রেমজী ইতিমধ্যে সংস্থার ৭৫ তম বার্ষিক সভায় কর্মীদের অফিসমুখো করার কথা জানিয়েছেন। এছাড়াও ইনফোসিস, এইচসিএল টেক, ন্যাসকম বা অ্যাপলের মত বিভিন্ন সংস্থাই এখন ফিরতে চাইছে অফিসের পুরনো ব্যস্ততায়। তবে এর মধ্যেই করোনার তৃতীয় ঢেউ মাথা তুলতে শুরু করে দিয়েছে। আশঙ্কা জমা হচ্ছে সর্বত্র। এর মধ্যে আবারও কর্মীদের অফিসমুখো করা ঝুঁকিপূর্ণ হচ্ছে নাতো? এই প্রশ্নটাও ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে।
ব্যুরো রিপোর্ট