Jobs

৮৮ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান নেওয়া হচ্ছে ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার বা শারে। টেকনিশিয়ান বি ক্যাটেগরিতে রয়েছে বিভিন্ন পদ। আসুন জেনে নেওয়া যাক, কোন পদের জন্য প্রার্থী নেওয়া হবে। তাদের শিক্ষাগত যোগ্যতাই বা কী হতে হবে এবং শূন্যপদ কটি আর মাইনেই বা কত।
১। কেমিক্যালঃ
মাধ্যমিক পাশ তো বাধ্যতামূলক বটেই। একইসঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে কেমিক্যাল, অ্যাটেন্ডেন্ট অপারেটর (কেমিক্যাল), ইন্সট্রুমেন্ট মেকানিক (কেমিক্যাল), মেন্টেন্যান্স মেকানিক (কেমিক্যাল প্ল্যান্ট), ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল)-এই ধরণের ট্রেড সার্টিফিকেট কোর্স করা থাকলে অ্যাপ্লাই করা যাবে।
শূন্যপদঃ ১০
মাইনেঃ ২১,৭০০ টাকা- ৬৯,১০০ টাকা
ইলেক্ট্রিশিয়ানঃ
মাধ্যমিক পাশের সঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করলে তবেই আবেদন জানানো সম্ভব।
শূন্যপদঃ ৬
মাইনেঃ ২১,৭০০ টাকা- ৬৯,১০০ টাকা
ইলেক্ট্রিশিয়ান (পি.সি.আর ইউনিট)ঃ
মাধ্যমিক পাশের সঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করলে তবেই আবেদন জানানো সম্ভব।
শূন্যপদঃ ২
মাইনেঃ ২১,৭০০ টাকা-৬৯,১০০ টাকা
ফিটার (পি.সিআর)ঃ
মাধ্যমিক পাশের সঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স করতে হবে।
শূন্যপদঃ ১৭
মেশিনিস্টঃ
মাধ্যমিক পাশের সঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স করতে হবে।
শূন্যপদঃ ৩
ইলেক্ট্রনিক মেকানিকঃ
মাধ্যমিক পাশের সঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স করতে হবে।
শূন্যপদঃ ১৩
ডিজেল মেকানিকঃ
মাধ্যমিক পাশের সঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে ডিজেল মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স করতে হবে।
শূন্যপদঃ ৩
ইন্সট্রুমেন্ট মেকানিকঃ
মাধ্যমিক পাশের সঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে ইন্সট্রুমেন্ট মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স করতে হবে।
শূন্যপদঃ ১
প্লাম্বারঃ
মাধ্যমিক পাশের সঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স করতে হবে।
শূন্যপদঃ ২
পাম্প অপারেটর এবং মেকানিকঃ
মাধ্যমিক পাশের সঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে পাম্প অপারেটর কাম মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স করতে হবে।
শূন্যপদঃ ৭
ডিজেল মেকানিকঃ
মাধ্যমিক পাশের সঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে ডিজেল মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স করতে হবে। সঙ্গে থাকতে হবে গাড়ি চালানোর লাইসেন্স
শূন্যপদঃ ৩
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংঃ
মাধ্যমিক পাশের সঙ্গে আই.টি.আই/এন.টি.সি/ ন্যাক থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে।
শূন্যপদঃ ১
এগুলো ছাড়াও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে আরও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে প্রার্থী।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিনেমাটোগ্রাফি/ফটোগ্রাফি)ঃ
সিনেমাটোগ্রাফি বা ফটোগ্রাফি পাশ করতে হবে। প্রথম শ্রেণির ডিপ্লোমা কোর্স করতে হবে।
শূন্যপদঃ ২
মাইনেঃ ৪৪,৯০০ টাকা-১,৪২,৪০০ টাকা
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স)ঃ
ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। প্রথম শ্রেণির ডিপ্লোমা কোর্স করতে হবে।
শূন্যপদঃ ২
মাইনেঃ ৪৪,৯০০ টাকা-১,৪২,৪০০ টাকা
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)ঃ
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। প্রথম শ্রেণির ডিপ্লোমা কোর্স বাধ্যতামূলক।
শূন্যপদঃ ২
মাইনেঃ ৪৪,৯০০ টাকা-১,৪২,৪০০ টাকা
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন)ঃ
ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। প্রথম শ্রেণির ডিপ্লোমা কোর্স বাধ্যতামূলক।
শূন্যপদঃ ১
মাইনেঃ ৪৪,৯০০ টাকা-১,৪২,৪০০ টাকা
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল)ঃ
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। প্রথম শ্রেণির ডিপ্লোমা কোর্স বাধ্যতামূলক।
শূন্যপদঃ ৫
মাইনেঃ ৪৪,৯০০ টাকা-১,৪২,৪০০ টাকা
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার সায়েন্স)ঃ
কম্পিউটার সায়েন্স পাশ করতে হবে। প্রথম শ্রেণির ডিপ্লোমা কোর্স বাধ্যতামূলক।
শূন্যপদঃ ৩
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ফিজিক্স)ঃ
অঙ্ক, কেমিস্ট্রি সঙ্গে ফিজিক্স নিয়ে পাশ করতে হবে। সঙ্গে প্রথম শ্রেণির ডিপ্লোমা কোর্স বাধ্যতামূলক।
শূন্যপদঃ ২
মাইনেঃ ৪৪,৯০০ টাকা-১,৪২,৪০০ টাকা
এখানেই জানিয়ে রাখি, প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনকারির বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে, সেটাও ১৬/০৫/২০২৩ এর হিসেবে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন কম্পিউটার টেস্টের মাধ্যমে। কলকাতা, ভুবনেশ্বর, পাটনা এবং গুয়াহাটিতে নেওয়া হবে পরীক্ষা। তারপর পাশ করলে স্কিল টেস্ট দিতে হবে। দরখাস্ত জানানো যাবে ১৬ মে পর্যন্ত। দরখাস্ত জানানোর ওয়েবসাইটঃ www.shar.gov.in এবং www.apps.shar.gov.in
বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইট থেকেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ