Jobs

৫২৬ টি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট, স্টেনগ্রাফার এবং ক্লার্ক পদে নিয়োগ করছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। যেকোনো শাখায় গ্র্যাজুয়েট প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারেন। আবেদন করা যাবে অনলাইনে, ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট www.isro.gov.in / isro_centres.html থেকে। আবেদনের শেষ তারিখ ৯ জানুয়ারি, ২০২৩।
শিক্ষাগত যোগ্যতাঃ
অ্যাসিস্ট্যান্টঃ আবেদনকারী প্রার্থীকে মিনিমাম ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট (যেকোনো শাখায়) পাশ হতে হবে। এছাড়াও বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
আপার ডিভিশন ক্লার্কঃ ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টঃ অন্তত ৬০% নম্বর পেয়ে যে কোন শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। এছাড়াও ৬০% নম্বর পেয়ে কমার্শিয়াল বা সেক্রেটারিয়াল প্র্যাকটিসের ডিপ্লোমা কোর্স পাশেরাও আবেদন করতে পারেন।
স্টেনোগ্রাফারঃ অন্তত ৬০% নম্বর পেয়ে যে কোন শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। এছাড়াও ৬০% নম্বর পেয়ে কমার্শিয়াল বা সেক্রেটারিয়াল প্র্যাকটিসের ডিপ্লোমা কোর্স পাশেরাও আবেদন করতে পারেন। স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যুনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ ভারতের যেকোনো প্রান্ত থেকে প্রার্থীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
পরীক্ষা পদ্ধতিঃ দুটি ধাপে প্রার্থী নির্বাচন করবে ইসরো। প্রথম ধাপে একটি লিখিত পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। পূর্ব ভারতে পরীক্ষার সেন্টার পড়বে কোলকাতায় এবং উত্তর পূর্ব ভারতের জন্য গুয়াহাটি। লিখিত পরীক্ষায় মিনিমাম ৪০ শতাংশ নম্বর পেলে পরবর্তী পরীক্ষার জন্য কোয়ালিফাই করবেন প্রার্থীরা। এরপর মোট ভ্যাকেন্সির পাঁচ গুণ প্রার্থীকে স্কিল টেস্টের জন্য দাকবে সংস্থাটি। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের নম্বর দেখা হবে।
বেতনঃ ২৫,৫০০ টাকা।
বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ