Academy

ছোটো থেকেই মহাকাশ বিজ্ঞান ভালো লাগে? সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ ,নক্ষত্র সম্বন্ধে জানার ভীষণ আগ্রহ? অনেকদিনের ইচ্ছে ইনডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এ পড়াশোনা করার? কিন্তু সময় ও সুযোগের অভাবে ইচ্ছে পূরণ হয় নি? আর আক্ষেপ নয়।। সকল ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইসরো।
চলতি বছরের মে মাসে ইসরোর তরফ থেকে মহাকাশ বিজ্ঞান এ বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। যেখানে বিজ্ঞানীরা শিক্ষার্থীদের অনলাইনে সরাসরি প্রশিক্ষণ দেবেন। এই প্রশিক্ষণ হবে সম্পূর্ণ বিনামূল্যে। Space science and technology awareness training programme (START)- কর্মসূচীর মাধ্যমে মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ পাওয়া যাবে। আবেদন প্রসেস শুরু হয়ে গেছে। আগ্রহী শিক্ষার্থীরা ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
এই প্রশিক্ষন আগামী ২০ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত হবে বলে জানা গেছে। ট্রেনিং এর শেষে অনলাইন পরীক্ষায় যারা সফল হবে তাদের সার্টিফিকেট দেওয়া হবে। পরীক্ষা দিতে হলে লাইভ অনলাইন সেশনে ন্যুনতম ৭০% উপস্থিতি থাকা বাঞ্ছনীয়। এবং পরীক্ষায় পেতে হবে ৫০%। ট্রেনিং চলবে মোট ৩ সপ্তাহ। ইসরোর ই- ক্লাস রুম প্ল্যাটফর্মে দিনে ২ থেকে ৩ ঘণ্টা করে ক্লাস হবে।
যোগ্যতাঃ বিভাগ ১) PHYSICAL SCIENCE ( PHYSICS AND CHEMISTRY) and TECHNOLOGY ( ELECTRONICS, COMPUTER SCIENCE, MECHANICAL, APPLIED PHYSICS, RADIOPHYSICS, OPTICS AND OPTO- ELECTRONICS, INSTRUMENTATION and other connecting subjects) – এর স্নাতকোত্তর বা স্নাতকের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা প্রশিক্ষন নিতে পারবে।
বিভাগ ২) যে কোন ক্ষেত্র থেকে আসা প্রার্থীরা সরাসরি রেজিস্টার করতে পারবে ও IIRS-এর YOU TUBE CHANNEL এর মাধ্যমে লাইভ সেশনে যোগ দিতে পারবে। কিন্তু এই বিভাগের ছাত্রছাত্রীদের কোন সার্টিফিকেট দেওয়া হবে না।
কীভাবে আবেদন করতে হবে এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ক্লিক করতে হবে ইসরোর ওয়েবসাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ