Trending

জাতীয় বিপর্যয়ে জাতির পাশে এসে দাঁড়াল ইসরো। ইসরোর বিজ্ঞানীরা তৈরি করছেন বিভিন্ন ধরণের চিকিৎসা সামগ্রী। কি নেই সেই তালিকায়। ভেন্টিলেটর থেকে অক্সিজেন কনসেনট্রেটর।
একের পর এক চিকিৎসা সামগ্রী তৈরি করছে ইসরো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। কম দামে গুণগত মানে বিশ্ববাজারের উপযোগী সামগ্রী ডিজাইন করছে ইসরো।
আমেরিকার বিপর্যয়ে যেভাবে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিল নাসা ঠিক সেভাবেই ভারতীয় জনগণের পাশে এসে দাঁড়াল ইসরো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, ইসরো তৈরি করল এমন এক ভেন্টিলেটর যা কোনরকম মোটর ছাড়াই চলবে। এর দাম যেমন কম তেমন উচ্চ এর মান। বাণিজ্যিকভাবে ইসরো এই প্রযুক্তির নকশা সেই কোম্পানিকেই দেবে যারা দ্রুত এর বাণিজ্যিক উৎপাদনে সক্ষম হবে। এর জন্য কোম্পানিকে এক পয়সাও দিতে হবে না ইসরোকে।
মিশন মঙ্গলে উন্নত বিশ্বকে তাক লাগিয়ে যেভাবে বিশ্বের দরবারে নিজেদের সম্ভ্রম আদায় করে নিতে সক্ষম হয়েছিল ঠিক সেভাবেই জাতীয় বিপর্যয়ে কম খরচে উন্নত মানের মেডিকেল ডিভাইস বানিয়ে আরও একবার নিজেদের তুলে ধরল ইসরো।
কোন কোম্পানি কত তাড়াতাড়ি ইসরোর ডিজাইন করা এই ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটর বাজারে নিয়ে আসে তা নিয়েই চলছে সদর দপ্তর সতীশ ধাওয়ান কেন্দ্রে চলছে যুদ্ধকালীন তৎপরতা।
ব্যুরো রিপোর্ট