Daily

হ্যাকিং এখন এক্কেবারে অসম্ভব। আঁটোসাঁটো নিরাপত্তার সাথে টেলিযোগাযোগ ব্যবস্থা বানাচ্ছে ইসরো। আর সেটা উপগ্রহের মাধ্যমে প্রেরণ করা হবে পৃথিবীর কক্ষপথে। জানালেন ইসরোর চেয়ারম্যান কে শিবন।
প্রযুক্তির নাম হ্যাক-প্রুফ কোয়ান্টাম কমিউনিকেশন। এর মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিত হ্যাক প্রুফ টেলিযোগাযোগ মাধ্যম গড়ে তুলছে তারা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বানানো হচ্ছে এই টেলিযোগাযোগ ব্যবস্থা। শুধু এই প্রজেক্টই না। আগামী দিনের বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ প্রজেক্ট নিয়ে এখন জোরকদমে ব্যস্ত ইসরোর বিজ্ঞানীরা। আর যাবতীয় যা প্রজেক্ট ত একেবারে দেশীয় পদ্ধতিতেই বানানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো।
আগামীদিনে যে সব প্রজেক্ট নিয়ে তারা ব্যস্ত, সে নিয়েও মুখ খুলেছেন চেয়ারম্যান কে শিবন। তিনি জানিয়েছেন, মহাকাশে তৈরি হওয়া বর্জ্য খেয়ে ফেলতে পারে এমন রকেট তৈরি করতে পারে ইসরোর বিজ্ঞানীরা। এছাড়াও নজরদারি ব্যবস্থাকে নিশ্চিদ্র করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত মহাকাশযান বানাচ্ছে তারা।
ব্যুরো রিপোর্ট