Daily
বয়স মাত্র চার। কিন্তু জ্ঞানগম্যিতে হাসতে হাসতে টেক্কা দিতে পারে পূর্ণবয়স্ক মানুষকেও। এই বয়সেই একাধিক দেশি বিদেশি অ্যাওয়ার্ড ঝুলিতে পুড়ে উত্তর দিনাজপুরের বিস্ময় বালক হিসেবে পরিচিতি পেয়েছে ময়ুখ বর্মন।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের দাস পাড়ার বাসিন্দা রাজু বর্মন এবং মিনা বর্মনের একমাত্র ছেলে চার বছরের ময়ূখ। যে নিমেষের মধ্যে বলে দিতে পারে জেনারেল নলেজের যাবতীয় উত্তর। ভূগোল থেকে ইতিহাস। আর ইতিহাস থেকে বর্তমান পরিপ্রেক্ষিতের প্রতিটি জবাবই যেন রয়েছে ময়ূখের ঠোঁটের ডগায়।
ইতিমধ্যেই বিস্ময় প্রতিভার অধিকারী এই খুদে ময়ুখের বাড়িতে রয়েছে আমেরিকা বুক অফ অ্যাওয়ার্ড, নাইজেরিয়া অ্যাওয়ার্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এমনকি ওয়ার্ল্ড রেকর্ডের মেডেল, সার্টিফিকেট। আর এই পুরস্কারই বর্তমানে খুদে ময়ুখকে জেলায় রীতিমত সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। কিন্তু যেখানে এই বিস্ময় প্রতিভার বালক নিজের মেধার প্রতি এতটাই যত্নশীল, সেখানে তার পড়াশুনো কিভাবে চালাবেন সেটাই যেন এখন বাবা-মায়ের যাবতীয় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কারণ এখনো পর্যন্ত কোনরকম সরকারি সাহায্য মেলেনি। তাই সরকার যদি ময়ুখের এই প্রতিভার দিকে তাকিয়ে কোনরকম সাহায্যের ব্যবস্থা করে দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন ময়ুখের বাবা মা।
পরিবারে আয় কম। এদিকে বয়স বাড়লে যে পড়াশুনোর খরচও বাড়বে। তখন সবদিক সামাল দিয়ে কিভাবে ময়ুখের উচ্চশিক্ষা সম্পূর্ণ করবেন তাঁরা? সংসারের অভাব খুদে ময়ুখের আগামী দিনগুলোয় বাধা হয়ে দাঁড়াবে নাতো? এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ময়ুখের বাবা, মা। ওদিকে একের পর এক প্রতিযোগিতায় নিজের প্রতিভা দেখিয়ে সসম্মানে উতরে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার এই খুদে প্রতিভা ময়ুখ বর্মণ।
অনুপ জয়সোয়াল
উত্তর দিনাজপুর