Daily

বিজেপির বাংলা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অপরিসীম জনপ্রিয়তা এবং ফেসভ্যালু যে ক্রমশই দেশের রাজনৈতিক মহলে ঝড় তুলতে চলেছে তার ইঙ্গিত পাওয়া গেছিল আগেই। এবার মোদী ক্যাবিনেটের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের জন্য অবিজেপি নেতারা চাইছেন মমতাকে। শুধু দলের সঙ্গে যুক্ত হওয়া নয়। একেবারে মোদী বিরোধী মুখ হিসেবে বাংলার মেয়েকেই দেখতে চাইছেন প্রত্যেকে।
২০২৪ এ রয়েছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের প্রধান মুখ হিসেবে আসতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এনসিপি, ডিএমকে, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জনতা দলের মত কংগ্রেসের ভেতরেও এই নিয়ে চলছে কথাবার্তা।
কংগ্রেসের অন্যান্য সৈনিক যেমন গুলাম নবি আজাদ, শশী থারুর, কপিল সিব্বল, মণীশ তিওয়ারি, রেণুকা চৌধুরী, মিলিন্দ দেওরার মত জি-২৩ এর প্রত্যেক নেতাই চাইছেন মোদী বিরোধী ফেস হোক মমতাই। আর সেই লক্ষ্যে পৌঁছবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ও শুরু করে দিয়েছেন নিজের কাজ। গত ২৮ মার্চ চিঠিও পাঠিয়েছিলেন বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসা মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমলের পক্ষ থেকে জানান হয়েছে, মমতাকে প্রধান কারিগর করে মোদী বিরোধী জোট তৈরির পরিকল্পনা আসলে শরদ পাওয়ারের। এছাড়াও রয়েছেন এম কে স্ট্যালিন, চন্দ্রশেখর রাও, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব এমনকি ওমর আবদুল্লাহ-র মত দেশের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাংলা থেকে করোনা তাড়াতে ব্যস্ত। ইতিমধ্যে সংক্রমণ কিছুটা কমে আসায় হয়ত খানিক স্বস্তিতেও রয়েছেন তিনি। এবার দেখার মোদী বিরোধী আসনে বসার জন্য বাংলার মেয়ে মমতার পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে চলেছে। তবে এটা সত্যি যে, মোদী ঝড় থামাতে এবার অবিজেপি দল মমতার ঝড়ের ওপরেই আস্থা রাখছে বেশি।
ব্যুরো রিপোর্ট