Daily
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে হাই ভোল্টেজ নির্বাচন ছিল বাংলায়। আট দফায় চলা এই নির্বাচনে বাংলাবাসীরা দেখেছেন মোদী-মমতার রাজনৈতিক সংঘাত। বাংলার আসন দখল করবার জন্য দিল্লি থেকে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন মোদী ক্যাবিনেটের নেতা মন্ত্রী সহ স্বয়ং নরেন্দ্র মোদী, সেখানে তৃণমূলের ভাগ্যে প্রশ্নচিহ্ন ঝুলে গেছিল ঠিকই।
কিন্তু নির্বাচনী যুদ্ধে পুরো অঙ্ক ওলটপালট করে দিয়ে শেষ হাসি হাসলেন বাংলার মেয়ে। এবং সেটা অপ্রত্যাশিত ব্যবধানে। বিজেপির স্বপ্নভঙ্গ হল। তৃণমূলের বাংলার ঘাঁটি আরও মজবুত হয়ে গেল। এবং তারই সঙ্গে নেটিজেনদের মধ্যেও একটা বার্তা ছড়িয়ে পড়ল- তাহলে কি মোদী ম্যাজিকে তেমন আর উৎসাহ নেই? ভাটা নেমেছে নরেন্দ্র মোদীর ক্যারিশ্মায়? এবং তারই সঙ্গে আরেকটা প্রশ্ন উঠতে শুরু করল, বাংলা তো নিজের মেয়েকেই পেল। ভারত কি পাবে না? ঠিকই। ভারত বাঙালি রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর কুর্সিতে তো কোনদিন বাঙালির স্থান হয়নি। তবে কি সেই দৌড়ে থাকতে পারেন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? জনপ্রিয়তা যার বাংলা ছাড়িয়ে, ছড়িয়ে পড়ছে দেশে। আর সেই কারণেই ম্লান হয়ে কি পড়ছে নরেন্দ্র মোদীর আকাশছোঁয়া পপুলারিটি?
মোদী ক্যাবিনেটের বাংলা দখলের স্বপ্নতরীর ভরাডুবি ঘটান মমতা। তাই টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘বাঙালিপ্রধানমন্ত্রী’। যেখানে মোদী সরকারকে হটিয়ে নেটিজেনদের একাংশ এখন চাইছে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। যদিও মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর লক্ষ্য শুধুই কোভিড মুক্ত বাংলা। কিন্তু অ-বিজেপি শিবিরে বিজেপিমুক্ত দেশ তৈরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওজন যে অনেকটাই বেড়েছে সেকথা নিঃসন্দেহে বলাই যায়।
ব্যুরো রিপোর্ট