Daily

ভোট আসে ভোট যায় কিন্তু বাঁধ মেরামত হয়না। এই রকমই অভিযোগ লালগোলার ১ নং নশিপুর অঞ্চলের কদমতলার গ্রামবাসীদের। তাছাড়া বাসুমাটির বাঁধকে বলা হয় লালগোলার রক্ষাকবচ। এই বাঁধ পুরোপুরি ভেঙ্গে গেলে বিলীন হয়ে যেতে পারে সমগ্র লালগোলা।
তাই বর্ষা শুরু হওয়ার পূর্বে বাঁধ মেরামতের ইতিবাচক দিক নিয়ে বাঁধ পরিদর্শনে আসেন ইরিগেশন দপ্তরের আধিকারিক রঞ্জিত ঘোষ, জেলা পরিষদের সদস্য হজরত আলি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার ঈশা আলি।
জেলা পরিষদ সদস্য হজরত আলির দাবী আশা করা যায় ভোটের পরে ২৪ শো মিটারের টেন্ডার পাস হবে। খুব তাড়াতাড়ি বাঁধের নির্মাণ কাজও শুরু হবে। অপরদিকে এই বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি পেয়ে খুশি গ্রামবাসীরা। তিনি জানান দেওয়ানসরাই অঞ্চলের সীতেশনগরের কিছু কিছু এলাকার বাঁধ রীতিমতো ভয়াবহ।এই নিয়েও ইরিগেশন দপ্তরের আধিকারিকের কথা হয়েছে বলে জানান
হজরত আলি।
বহরমপুর থেকে কুশল শরিফের রিপোর্ট