Market
জ্বালানির দামে এমনিই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এবার সেই আঁচ লাগল ইস্পাত শিল্পের গায়েও। সঙ্গে কাঁচামালের মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চরম আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত ছোট, মাঝারি সংস্থাগুলি। ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হতে পারে আরও।
ইস্পাত শিল্পের অবস্থা আরও ভয়াবহ করার কারণ এই শিল্পের চাকা ঘোরানোর জন্য অন্যতম প্রধান জিনিস হল কয়লা। যা এতদিন পর্যন্ত ভারত প্রচুর পরিমাণে আমদানি করতে ইউক্রেন থেকে। কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে কয়লা আমদানিতে দেখা দিয়েছে বড় সমস্যা। ফলে কয়লা আমদানির জন্য ভারতকে মুখাপেক্ষী থাকতে হচ্ছে দক্ষিন আফ্রিকার উপরে। এদিকে দক্ষিণ আফ্রিকা থেকে ভালো মানের কয়লা আনার খরচও পড়ছে বেশি। জ্বালানির খরচ অনেক হওয়ার কারণে সেই কয়লা আনতেও ভালো টাকা গুনতে হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এতটাই জটিল হয়ে উঠেছে যে এখন ১ টন কয়লা আনতে দ্বিগুণেরও বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে। তার উপর রয়েছে আবার ইস্পাত থেকে তৈরি বিভিন্ন পণ্যের কাঁচামাল। যা পাঠিয়ে দেওয়া হচ্ছে বিশ্ববাজারে। ফলে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ছোট এবং মাঝারি মাপের সংস্থাকে। অন্যদিকে ইস্পাতের দামও চড়ছে।
সংশ্লিষ্ট শিল্পমহলের বক্তব্য, বর্তমানে ইস্পাত শিল্পের যা পরিস্থিতি, তাতে এই শিল্পকে বাঁচাতে হলে প্রয়োজন বিকল্প পথে সমাধান। আর যে কারণে ইস্পাত শিল্পকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে এখন আসরে নামতে আর্জি জানানো হয়েছে সরকারের কাছেই। একইসঙ্গে যে আকাশছোঁয়া দাম দিয়ে কয়লা কিনতে হচ্ছে ছোট-মাঝারি সংস্থাগুলিকে, তাতে কার্যত ব্যপক চাপের মুখে পড়ছে সংস্থাগুলির ভবিষ্যৎ। এখন তুলনামুলকভাবে সস্তায় কয়লা কেনার আর্জিও জানিয়েছে তারা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ