Market
বি পি এন ডেস্কঃ ইচ্ছে হলেই প্রিমিয়ামের অঙ্ক বাড়ানো যাবে না। এমনই নির্দেশ এল আইআরডিএ মারফৎ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য বিমা প্রকল্প থেকে পাওয়া সুবিধা এবং গ্রাহকদের ওপর ধার্য করা শর্ত মনে হলেই বদলাতে পারবে না বিমা সংস্থাগুলো। ভ্রমণ বা ব্যক্তিগত দুর্ঘটনার ক্ষেত্রেও বহাল থাকবে একই নির্দেশ।
বেশ কয়েকটি বিমা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সংস্থাগুলি তাদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে অনেকটাই। বিশেষ করে এই অভিযোগ উঠেছিল রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার বিরুদ্ধে। প্রিমিয়ামের অঙ্ক বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন প্রবীণ নাগরিকেরা। তাঁদের পক্ষে পলিসি রিনিউ করা বেশ কষ্টসাধ্য হয়ে উঠছিল। এই অবস্থায় আইআরডিএ’র এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিশেষজ্ঞরা। আইআরডিএ’র একটি নির্দেশিকায় জানানো হয়েছে, বিমা কোম্পানিগুলি প্রকল্পের শর্তে ছোটখাটো অদলবদল করতে পারে। কিন্তু প্রিমিয়ামের অঙ্ক বাড়িয়ে তাকে বাধ্যতামূলক করা যাবে না কোনভাবেই।।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ