Market
বি পি এন ডেস্কঃ চিকিৎসার পর দুর্ঘটনা। চালু হতে চলেছে অভিন্ন অ্যাক্সিডেন্ট পলিসি। আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘সরল সুরক্ষা বিমা’। সাধারণের সুবিধার্থে দেশের সমস্ত স্বাস্থ্য বিমা এবং সাধারণ বিমা সংস্থাকে অভিন্ন অ্যাক্সিডেন্ট পলিসির নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক আইআরডিএ। অভিন্ন এই প্রকল্পের দরুন উপকৃত হবেন সাধারণ মানুষ। আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্প চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জানান হয়েছে, এই ক্ষেত্রে অন্য কোন নাম সংশ্লিষ্ট সংস্থা ব্যবহার করতে পারবে না। আসুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের শর্তগুলি কি কি ১। ১৮ থেকে ৭০ বছর পর্যন্ত এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারবেন ২। বিমামূল্য রাখা হয়েছে ২.৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত। চাইলে আরও বেশি অঙ্কও ধার্য করতে পারবে বিমা সংস্থা। যদিও প্রিমিয়ামের অঙ্ক স্থির করবে সংশ্লিষ্ট বিমা কোম্পানি ৩। বিমার মেয়াদ এক বছর। ৪। দুর্ঘটনার এক বছরের মধ্যে মৃত্যু হলে পাওয়া যাবে ১০০% টাকা। ৫। শারীরিক ভাবে সম্পূর্ণ অক্ষম হলেও পাওয়া যাবে এই মূল্য। ৬। আংশিক অক্ষমতার ক্ষেত্রে মিলবে ১%-৫০% টাকা ৭। পাওয়া যাবে অপারেশন, ওষুধ, পরীক্ষা, অক্সিজেন সহ হাসপাতালের যাবতীয় খরচ-খরচা এতদিন পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা সংক্রান্ত বিমা নিয়ে বাজারে চালু রয়েছে বহু প্রকল্প। সেই সকল বিমা পলিসির খুঁটিনাটি তথ্য এবং শর্ত দেখে সঠিক প্রকল্প বাছতে বিভ্রান্ত হয়ে পড়তেন সাধারণ মানুষ। আর তাই সাধারণের সুবিধার্থেই চালু হতে চলেছে এই অভিন্ন দুর্ঘটনা প্রকল্প।। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ