Daily

২ ঘন্টা ট্রেন লেট! যাত্রীদের ৪.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আইআরসিটিসি। ট্রেন লেটের ঘটনা ভারতীয় রেলের ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়। তবে ট্রেন লেটের জেরে ক্ষতিপূরণের ঘোষণা? ভারতীয় রেলের বুকে ইতিহাস তৈরি করলো।
ভারতীয় রেল যে এখন অন-টাইমে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে, তা বলাই যায়। বর্তমানে ট্রেন লেটের সমস্যা বেশ খানিকটা মিটিয়ে আনলেও একেবারে নির্মূল করতে পারেনি ভারতীয় রেল। তবে এবার তেজস এক্সপ্রেস ২ ঘন্টা লেট করায় ২০৩৫ জন যাত্রীকে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করলো আইআরসিটিসি। টাকার অঙ্কটা নেহাত কম নয়। সব মিলিয়ে প্রায় ৪.৫ লক্ষ টাকা!
সূত্রের খবর, গত শনি এবং রবিবার দেরিতে চলে তেজস এক্সপ্রেসের দুটি ট্রেন । প্রচণ্ড বৃষ্টির জন্য নয়াদিল্লি রেল স্টেশনে সিগন্যালের সমস্যায় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে পৌঁছয় তেজস এক্সপ্রেসের এই ট্রেন দুটি । এরপর রবিবারও লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস প্রায় ২ ঘণ্টা দেরিতে পৌঁছায় স্টেশনে । আর তাই জন্যই যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে আইআরসিটিসি।
ব্যুরো রিপোর্ট