Market
একদিকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে শেয়ার বাজারের সূচক। ৬২ হাজারের ঘরে পৌঁছে শেয়ার বাজার তৈরি করেছে নয়া ইতিহাস। একইসঙ্গে তড়তড়িয়ে বেড়েছে আইআরসিটিসির বাজার দর। ভারতীয় রেলে যার একাধিপত্য দেশ জুড়ে। উল্লেখ্য, মঙ্গলবার সূচকের সঙ্গে পাল্লা দিয়ে আইআরসিটিসির শেয়ার পিছু দর ওঠে ৬,৩৯৬ টাকায়। কিন্তু তারপরেই বড়সড় পতন দেখল আইআরসিটিসি।
মঙ্গলবার বাজার শুরুর সময় আইআরসিটিসির শেয়ার মূল্য যেখানে ছুঁয়েছিল ৬,৩৯৬ টাকায়, মঙ্গলবার বাজার বন্ধের সময় তা একধাক্কায় নেমে আসে ১৬.২ শতাংশে। বুধবার এই শেয়ার আরো কমে দাঁড়ায় ১৮.৫ শতাংশে। তবে আইআরসিটিসির শেয়ার বাজারে এই বিরাট ধস নিয়ে এখনি খুব একটা চিন্তা করতে বারণ করছেন বাজার বিশেষজ্ঞরা। কারণ দেশ জুড়ে করোনা সংক্রমণ অনেকটা কমে আসার জন্য আবারো দেশ জুড়ে ট্রেন চলাচল ক্রমশ স্বাভাবিক হচ্ছে। ফলে যারা দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করেছেন তাঁদের আতঙ্কিত হবার এখনি কোন কারণ নেই।
ভারতীয় রেলে নিজেদের আধিপত্য ধরে রেখেছে আইআরসিটিসি। এছাড়া রয়েছে বিশাল অঙ্কের লগ্নি। এমন পরিস্থিতিতে শেয়ার বাজারে একচেটিয়া পতন কোনভাবেই বিনিয়োগকারীদের উপর তেমন প্রভাব ফেলবে না। বিশেষজ্ঞরা বলছেন, আইআরসিটিসির শেয়ার দর কমলেও তার মুখ্য বিষয়গুলিতে কোন প্রভাব পড়ে নি। ফলে শেয়ারবাজারে আইআরসিটিসি ধাক্কা খেলেও এখনি আতঙ্কিত হবার মত সময় আসেনি।
ব্যুরো রিপোর্ট