Jobs

IRCTC অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, কনসালট্যান্ট ট্যুরিজম পদে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগ হবে দেশের পূর্বাঞ্চলের জন্য। যারা নিযুক্ত হবেন তাদের কর্মস্থল হবে কলকাতা এবং গুয়াহাটি।
যোগ্যতাঃ আবেদনকারীকে রেলের অবসরপ্রাপ্ত কর্মী অর্থাৎ সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ( মেকানিকাল / ইলেক্ট্রিক্যাল ) পদ থেকে রিটায়ার করতে হবে। তাছাড়া ভারতীয় রেলের ইয়ার্ড ওয়ার্কিং এলএইচবি রেক মেনটেনেন্স, অপারেশনাল অ্যান্ড অ্যাকসিডেন্ট এর নিয়ম সম্পর্কেও জ্ঞান থাকতে হবে।
বয়সঃ প্রার্থীর বয়স এই বছরের ২১ আগস্ট অনুসারে ৬৪ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ IRCTC র নিয়ম মেনেই প্রার্থীদের মাসিক বেতন ঠিক করা হবে।
প্রার্থীরা আগামী ২১ আগস্ট, বিকেল ৪ টে পর্যন্ত অফলাইনে আবেদন জানাতে পারবেন। জব এক্সপেরিএন্স এবং শিক্ষাগত যোগ্যতার ওপর নির্ভর করেই প্রারথী নিয়োগ হবে। আর বিশদে জানতে ক্লিক করুন IRCTC র অফিসিয়াল ওয়েবসাইট hrdkolkata@irctc.com এ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ