Trending

আইআরসিটিসি রেলপথে পরিষেবা যেমন দিয়ে থাকে তারই প্রতিচ্ছবি দেখা যেতে চলেছে জলপথে। প্রথমবারের জন্য আইআরসিটিসি জলপথে নিয়ে আসছে বিলাসবহুল ক্রুজ লাইনার।
চুক্তি হয়েছে আইআরসিটিসি এবং কর্ডেলিয়া ক্রুজের মধ্যে। কর্ডেলিয়া ক্রুজ দেশের অন্যতম প্রিমিয়াম পর্যায়ের একটি সংস্থা। যদিও বুকিং করতে হলে আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই করতে হবে।
জলভ্রমণের তালিকায় রয়েছে গোয়া, লাক্ষাদ্বীপ, দিউ, কোচি। এমনকি শ্রীলঙ্কার পর্যটন এলাকাগুলিও ঘুরে আসা যাবে। বুকিং এবং পরিষেবা দুই শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে।
আপাতত ক্রুজের বেস স্টেশন রাখা হয়েছে মুম্বই-তে। এরপর ক্রুজের বেস স্টেশন রাখা হবে চেন্নাই-তে। পরিষেবার মধ্যে থাকছে সুইমিং পুল, রেস্তোরাঁ, বার, শিশুদের খেলার জায়গা, জিম এবং ওপেন সিনেমা।
যাদের টিকাকরণের দুটো ডোজ নেওয়া আছে একমাত্র তাঁরাই জলপথে এই বিলাসভ্রমণ করতে পারবেন। থাকবে একটি মেডিক্যাল সেন্টার। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তৈরি থাকবেন তাঁরা।
ব্যুরো রিপোর্ট