Sports

বিজনেসের ফিল্ডেও বিরাট কোহলি কিং। বেশ কিছু কোম্পানিতে তিনি লগ্নিও করেছেন। এবার তেমনই একটা কোম্পানি নিয়ে আসতে চলেছে আইপিও। এই কোম্পানির সাবস্ক্রিপশন উইন্ডো খুলতে চলেছে সামনের সপ্তাহে। সেই কোম্পানির নাম জানেন? গো ডিজিট জেনারেল ইনশিওরেন্স। এবার এই কোম্পানি আইপিও-র মাধ্যমে বাজার থেকে তুলতে চাইছে প্রায় দেড় হাজার কোটি টাকা। যার মধ্যে নতুন শেয়ার বিক্রি করে এই কোম্পানি টাকা তুলতে পারে প্রায় ১২৫০ কোটি টাকা। জানা যাচ্ছে, অফার ফর সেলের জন্য বাজারে শেয়ার ছাড়া হবে ১০ কোটির উপরে। মনে করা হচ্ছে, আইপিও প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ২৫০ টাকা।
এখানেই জানিয়ে রাখি, ২০২২ সালে প্রথম আবেদন করেছিল গো ডিজিট। তবে সেই সময় সেবি থেকে অনুমোদন পায় নি গো ডিজিট। তারপর ২০২৪ সালে মার্চ মাসে সেবির থেকে গো ডিজিট অনুমোদন পায়। এবার বলি, গো ডিজিটে কত টাকা বিনিয়োগ করেছেন বিরাট কোহলি। জানা গিয়েছে, এই কোম্পানিতে বিরাট কোহলি এবং অনুষকা শর্মার মিলিত বিনিয়োগের পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। ২০২০-র ফেব্রুয়ারিতে বিরাট কিনেছিলেন ২ লাখ ৬৬ হাজারের বেশি শেয়ার। যার দাম সেই সময় রাখা ছিল ৭৫ টাকা। এই কোম্পানিতে মোট ২ কোটি ইনভেস্ট করেছিলেন বিরাট কোহলি। আর অভিনেত্রী অনুশকা শর্মা কিনেছিলেন ৫০ লক্ষ টাকার শেয়ার। জানা গিয়েছে, বোম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে এই কোম্পানির স্টক। কিং কোহলি নিজেও গো ডিজিটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তবে এই কোম্পানির আইপিও নিয়ে কী করবেন, সেটা পরামর্শ করে নেবেন আপনার ফিনানশিয়াল অ্যাডভাইজারের সঙ্গে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ