Market

শেয়ার বাজারে ঝড়ো ব্যাটিং টাটা গ্রুপের। গত ১৩ টি সেশনে সংস্থার প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৭৪ টাকা। বিশেষত টাটা গ্রুপের সদস্য সংস্থা TTML এর বিনিয়োগকারীরা গত এক বছরের নিরিখে অভাবনীয় রিটার্ন পেয়েছেন।
গত এক বছরে ১১৬৪.৫৩% রিটার্ন পেয়েছেন TTML এর বিনিয়োগকারীরা। কিছুদিন আগেও TML এর প্রতিটি শেয়ারের দাম ছিল ৯৩.৪ টাকা। গত শুক্রবার যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। এনএসই-তে সেই অঙ্কটা দাঁড়িয়েছে ১৬৭.৫৫ টাকায়। এক বছর আগেও যে অঙ্কটা ছিল মাত্র ১৪.১ টাকায়। স্বাভাবিকভাবেই গত তিন বছরে TTML এর বিনিয়োগ থেকে ৫৩০৪.০৪% রিটার্ন পেয়েছেন লগ্নিকারিরা।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেও TTML এর শেয়ার দর পৌঁছেছিল ২৯০.১৫ টাকায়। পরে তা ব্যাপক পতনের মুখোমুখি হয়ে নেমে আসেভ ৯৩.৪ টাকায়। তবে আশার কথা এই যে, সেই ধাক্কা কাটিয়ে উঠে এখন আবারও শেয়ার বাজারে দাপিয়ে বেড়াচ্ছে TTML এর শেয়ার দর।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ