Daily

বাংলায় এক সময় কারখানা থাকলেও তা বন্ধ করে অসমে স্থানান্তরিত হয়েছিল ভোগ্য পণ্য সংস্থা অন্নপূর্ণা গোষ্ঠী। কিন্তু আরও একবার পশ্চিমবঙ্গে ফিরছে তারা উৎপাদন ক্ষেত্রে লগ্নি নিয়ে। আগামী তিন বছরে অন্নপূর্ণা সংস্থাটি 300 কোটি টাকা লগ্নি করবে পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বের গণ্ডি ছাড়িয়ে গোটা ভারতে ব্যবসা ছড়াতে।
সংস্থাটি সম্পূর্ণ দেশে মোট চারটি কারখানা গড়বে। যার মধ্যে একটি হবে এই পশ্চিমবঙ্গে। সবকিছু ঠিকঠাক চললে প্রায় ৭০ কোটি টাকা পুঁজি ঢেলে পরের বছরের মধ্যেই দক্ষিণবঙ্গে কারখানাটি খুলবে তারা । কদমতলায় আর বেলগাছিয়া এর আগে দুটি কারখানা ছিল অন্নপূর্ণা সংস্থাটির কিন্তু পরে তা বন্ধ হয়ে যায় । রাজ্যে বিপণনের জন্য আঞ্চলিক দপ্তর থাকলেও ছিলনা উৎপাদন কেন্দ্র। এমনটাই জানান বৃহস্পতিবার গোষ্ঠীর এমডি সুবীর ঘোষ।
বর্তমান এবং হুগলিতে নতুন একটি কারখানা চালু করতে আগ্রহী তারা আগামী বছরের শেষের দিকে। প্রায় ১৫ একর জমি জুড়ে এই কারখানাটি তৈরি হতে পারে। ঘি ,পনির , ক্রিম, লস্যির মত দুগ্ধজাত পণ্য তৈরি হবে এই কারখানাটিতে। প্রায় ২০০ জনের কাজ হবে সেই কারখানাটিতে।
গত অর্থবর্ষে প্রায় 300 কোটি টাকার ব্যবসা করার পরে এবার ৭০০ কোটির লক্ষ্যে ২০২৫ সালের মধ্যে অন্নপূর্ণা। অতিমারির ধাক্কা কাটিয়ে ভোগ্য পণ্যের চাহিদা বাড়ছে। এমন টাই জানান সুবীর ঘোষ। ২০২৫ থেকে ২৬ সালের মধ্যে প্রথম শেয়ার বাজারে ছাড়বেন তারা।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ