Daily

এলআইসি নিয়ে এলো সেরা স্কিম, ২৩৩ টাকায় পান ১৭ লক্ষ টাকা। পলিসির নাম রাখা হয়েছে এলআইসি জীবন লাভ প্ল্যান। কোনো রকম কর ছাড়াই নিশ্চিন্তে টাকা রাখতে পারেন গ্রাহকরা।
প্রতিমাসে মাত্র ২৩৩ টাকা বিনিয়োগের পরিবর্তে এককালীন ১৭ লক্ষ টাকা পাওয়ার এই সেরা সুযোগ এসেছে আপনার সামনে। এটি একটি নন লিংকড পলিসি। কাজেই বাজারে শেয়ারের ওঠা নামার সাথে এর কোনো সম্পর্ক নেই। সমস্ত শ্রেণীর কথা মাথায় রেখেই এই প্ল্যান আনা হয়েছে। এই পলিসির আওতায় গ্রাহকের সমস্ত টাকাই একেবারে নিরাপদ। এছাড়াও এটি একটি লিমিটেড প্রিমিয়াম প্ল্যান। কি এই পলিসির বৈশিষ্ট্য? আসুন জেনে নেয়া যাক এক নজরে।
নামেও লাভ আর আক্ষরিক অর্থে কাজেও লাভ। এই পলিসি হোল্ডাররা আসলেই লাভবান হবেন আর সুরক্ষিত তো হবেনই। ৮ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত যে কেউ, যে কারও নামে এই বীমা করতে পারেন। মেয়াদ থাকবে ১৬ থেকে ২৫ বছর পর্যন্ত। সর্বনিম্ন ২ লক্ষ টাকার বীমা করতে পারেন, আর সর্বোচ্চ? আপনার যা খুশি। মাত্র ৩ বছর প্রিমিয়াম দেওয়া পর থেকে লোনের সুবিধা পাওয়া যাবে এই পলিসিতে। প্রিমিয়ামে আয়করে ছাড় এবং পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি বিমা ও বোনাসের সুবিধাও পাবেন।
দেশীয় অর্থনীতিতে এলআইসির অবদান অনস্বীকার্য। ২০২০-২১ অর্থবর্ষে এলআইসির দান ৩৬.৭৬ লক্ষ কোটি টাকা। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রায় ২১ হাজার কোটি টাকা ঋণ দিয়ে থাকে এই সংস্থা। আর এই এলআইসির বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে মোদী সরকার।
ব্যুরো রিপোর্ট