Trending
গ্রাহকদের জন্য বিনিয়োগের নানান স্কিম রয়েছে বাজারে। কিন্তু আপনার প্রয়োজন স্বল্প বিনিয়োগ করে বেশি লাভ। যাতে আগামী বছরগুলোতে আপনি থাকতে পারেন অনেকটা নিশ্চিন্ত। আর সেই সুযোগ এবার করে দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস। বর্তমানে পোস্টঅফিসে বিনিয়োগ করে উপার্জনের বেশ কিছু প্রকল্প চালু আছে। তারই মধ্যে অন্যতম এই স্কিম। যার নাম- গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমা। পল্লী ডাক জীবন বিমার আওতায় পড়ছে এই বিমা। এই স্কিমে যদি প্রতিদিন আপনি ৯৫টাকা বিনিয়োগ করেন তবে রিটার্ন পেয়ে যেতে পারেন ১৪ লক্ষ টাকা।
এই প্রকল্পে গ্রাহক বিনিয়োগ করতে পারেন ১৫ বছর অথবা ২০ বছরের জন্য। বিনিয়োগের জন্য সর্বনিম্ন বয়সসীমা হতে হবে ১৯ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর। তবে ২০ বছরের জন্য বিনিয়োগ করতে হলে সর্বাধিক বয়সসীমা হতে হবে ৪০ বছর।
এই স্কিমে বিনিয়োগ করলেই মূলধন ম্যাচিওর করার আগেই আপনি তিনবার টাকা ফেরত পাবেন।
পলিসি চলাকালীন যদি কোন ব্যক্তির মৃত্যু হয় তাহলে নমিনি পলিসির পুরো টাকা তো পাবেনই তার সঙ্গে পাওয়া যাবে বোনাস।
কুড়ি বছরের জন্য বিনিয়োগ করলে কুড়ি শতাংশ হারে ৮, ১২ এবং ১৬ বছরে আপনি পাবেন ১ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়াও বোনাস পাবেন প্রতিবছর ৩৩ হাজার ৬০০ টাকা যা কুড়ি বছরের গিয়ে দাঁড়াবে ৬ লক্ষ ৭২ হাজার টাকায়।
এছাড়াও সর্বশেষ বছরে গ্রাহক পেয়ে যাবেন আরও ২ লক্ষ ৮০ হাজার টাকা।
তাহলে বুঝতেই পারছেন ভারতীয় পোস্ট অফিস আপনার পাশে রয়েছে সব সময়। যেখানে অল্প বিনিয়োগ করে আপনি ভালো টাকা রিটার্ন পাবেন। মজবুত করবেন আপনার ভবিষ্যৎ।
ব্যুরো রিপোর্ট