Trending
আচ্ছা, কোলকাতায় বসেই যদি ১৭ খানা দেশ ঘুরে ফেলা যেত, তাহলে ঠিক কেমন হত ভাবুন? মানে ১৭ টা দেশের বিভিন্নরকমের জিনিসপত্র দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আফগানিস্তান, মায়ানমার, বাংলাদেশ, ঘানা, থাইল্যান্ড সহ ১৭ টা দেশ এখন এক ছাতার তলায় শুধুমাত্র কোলকাতায়।
কোলকাতায় চলছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর সেখানেই একসাথে পসরা সাজিয়ে বসেছে বিশ্বের ১৭ তা দেশ। শিল্প ও বাণিজ্যের পীঠস্থান হিসেবে বিশ্বের দরবারে তুলে ধিরতে হবে। এছাড়াও খুচরো ব্যবসার ক্ষেত্রেও কলকাতার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করতে চান বাণিজ্য মেলার উদ্যোক্তারা। আর সে উদ্দেশ্যেই শুরু হয়েছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আয়োজনে বেঙ্গল চেম্বার অফ কমার্স।
বাংলাদেশের মসলিন, জামদানি, আফগানিস্তানের ড্রাই ফ্রুট, মায়ানমারের স্কিন প্রোডাক্ট-সহ আরও নানান দেশের নানা পণ্য। গেলে চোখ ধাধিয়ে যাওয়ার মতো অবস্থা। রয়েছে ৭০০-র বেশি স্টল। চলছে দেদার বেচাকেনা। কোন আন্তর্জাতিক মেলায় এক ছাতার তলায় এতগুলো দেশকে একত্রিত করা ের আগে কোথাও হয়েছে কি না তার হিসেব নেই।
অতিমারি পরবর্তী সময়ে অর্থনীতির চাকাকে সচল রাখতে বিশেষ ভূমিকা নিয়েছেন ভারতের ব্যবসায়ীমহল। আর অন্যতম প্রধান উদাহরণ এই বাণিজ্য মেলা। যেখানে রয়েছে অফুরান শিল্পের সম্ভার, রয়েছে ব্যবসায়িক মেলবন্ধন আর একগুচ্ছ সম্ভাবনা। যে সম্ভাবনায় ভর করেই এবার ২২ তম বর্ষে পদার্পণ করল এই মেলা।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন সহ একাধিক ট্রেড অ্যাসেম্বলি-কোলকাতাকে একটা নতুন পরিচয় দিয়েছে। ধীরে ধীরে নিজের হারিয়ে যাওয়া গ্ল্যামর ফিরে পেতে এখন যারপরনাই চেষ্টা চালাচ্ছে কোলকাতা এবং বাঙালি ব্যবসায়ীরা। আর সেক্ষেত্রে এই ধরণের বিশ্ব মানের বাণিজ্য মেলা যে কতটা প্রাসঙ্গিক তা আর বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ