Market
বড়দিনের মরশুম এমনিতেই হাতের বাইরে চলে গিয়েছে বিদেশি পর্যটকদের জন্য। তাই নতুন বছরকে টার্গেট করছে পর্যটন শিল্প। এবার সেই আশাতেই খানিক জ্বালানি দিল কেন্দ্র। স্বাভাবিক হতে পারে আন্তর্জাতিক উড়ান পরিষেবা।
করোনা আবহে আকাশপথে সকল দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বাধ্য হয় ভারত। পর্যটকদের অভাবে ধুঁকতে শুরু করে দেশের পর্যটন শিল্প। ডোমেস্টিক ফ্লাইট চালু হয়ে গেলেও আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনো তালাবন্দি। বায়ো বাবল চুক্তির মাধ্যমে কিছু দেশের সঙ্গে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু হলেও টিকিটের আগুন দামের কারণে বিদেশিরা ভারতে ঘুরতে আসার আগ্রহ ক্রমশ হারাতে থাকেন। যে কারণে পর্যটন শিল্পের কার্যত ভরাডুবি হয়।
ভারতীয় অর্থনীতিতে খুব বড় যোগদান পর্যটন শিল্পের। সেক্ষেত্রে বিদেশি উড়ান বন্ধ থাকায় পর্যটকদের আসা যাওয়া নিয়েও ছিল বিস্তর সমস্যা। ফলে ভারতের মাটিতে বিদেশি পর্যটকদের পা পড়া প্রায় বন্ধ হয়ে যায়। একইসঙ্গে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষের কপালেও পড়ে চিন্তার ভাঁজ। আর ঠিক এমনই একটা সময় আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু হবার ইঙ্গিত পেয়ে এখন ফের আশায় বুক বাঁধছে পর্যটন শিল্প। তাকিয়ে রয়েছে নতুন বছরের দিকে।
ব্যুরো রিপোর্ট