Daily

আন্তর্জাতিক উড়ান চললেও বাদ থাকলো বাংলাদেশ সহ ১৪ টি দেশে বিমান চলাচল। আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে বিমান সচিব। তবে এখন বাংলাদেশ সহ ১৪ টি দেশে বিমান পরিষেবা চালু করার বিষয়ে স্থগিতাদেশ দিলো বিমান সচিব।
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এখনই এই ১৪ টি দেশের সাথে বিমান পরিষেবা চালু করা হচ্ছে না বলে জানা গিয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে, ইংল্যান্ড, মরিশাস, বতসোয়ানা, ফিনল্যান্ড, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, জিম্বাবুয়ে, জার্মানি, ফ্রান্স এবং সিঙ্গাপুর। এই দেশগুলিতে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখে আপাতত বিমান পরিষেবা স্থগিত রাখছে ভারত।
তবে, আন্তর্জাতিক বিমান পরিষেবা যে খুব শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সেই আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান চলাচল সচিব রাজীব বনসাল।
ব্যুরো রিপোর্ট