Daily

অতিমারী আবহে কার্যত পঙ্গু বিশ্ব অর্থনীতি। এখন চ্যালেঞ্জ বিশ্ব অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার। তাই আজ শুরু হতে চলেছে জি-৭ বৈঠক। অতিথি রাষ্ট্রপ্রধান হিসেবে ১২ এবং ১৩ তারিখ তাতে ভিডিয়ো মাধ্যমে যোগদান করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও অনুষ্ঠিত হয় গোষ্ঠীপুঞ্জের দেশগুলির বৈঠক। তবে এবারের বৈঠক বিগত বছরের থেকেও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
এবারের বৈঠকে জো বাইডেন চাইছেন সমমনস্ক রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তর জোট তৈরি করা। যার অন্যতম সদস্য ভারত। স্পষ্টত এই জোটের অভিমুখ চিন-বিরোধী। অতিমারি পরবর্তী পরিস্থিতিতে পশ্চিম বিশ্বের রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের স্বার্থেরও যথেষ্ট সাদৃশ্য রয়েছে। ভারতের পাশাপাশি ব্রিটেনের প্রধানমন্ত্রী এই বছরে আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকেও। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, কোভিড পরিস্থিতির মোকাবিলা করে পরিবেশবান্ধব এক উজ্জ্বল পৃথিবী তৈরি করতে ব্রিটেন একটি জোট তৈরি করতে চায় বিশ্বের বড় গণতন্ত্রগুলিকে সঙ্গে নিয়ে। যেখানে পশ্চিম বিশ্বের এই জোট পরিকল্পনায় ভারতের ভূমিকা যথেষ্ট।
পাশাপাশি, চিনের সঙ্গে গত দেড় বছরে তিক্ততার ঘন কালো মেঘ ঘনিয়েছে ভারতের সাথে। তাই চিনের নেতৃত্বাধীন এশিয়ার অর্থনৈতিক কোনও উদ্যোগে অংশ নিতে আর আদৌ আগ্রহী নয় ভারত। আবার আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি এখনও অধরা। কাজেই আসন্ন অধিবেশন ভারতের জন্য আদপেই কতটা সুবিধাজনক এখন সেটাই দেখার অপেক্ষা।
ব্যুরো রিপোর্ট