Daily
পৃথিবীর বুকে নয়া রেকর্ড তৈরি করেছে ব্যান্ডেল রেল স্টেশন। নাম গিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। পৃথিবীর সবথেকে বড় ইন্টারলকিং সিস্টেমের কাজ হয়েছে এই স্টেশনে। গত ২৭ মে এই ইন্টারলকিং সিস্টেমের জন্য কাজ শুরু করে রেল। তার জন্য ২৭ মে থেকে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। এরপর আবার ৩০ মে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এই ব্যস্ত রুটে ট্রেন সার্ভিস বন্ধ থাকার কারণে যাত্রীদের কম ভোগান্তি পোহাতে হয়নি। জানা গিয়েছে, ১ হাজার ২ রুটের এই ইন্টারলকিং সিস্টেম গোটা পৃথিবী জুড়ে আর কোণ স্টেশনে নেই। ইন্টারলকিং সিস্টেম মূলত ব্যবহার করা হয় যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই। একইসঙ্গে ট্রেন সার্ভিস যাতে কোনভাবে বিঘ্নিত না হয়, সেদিকেও খেয়াল রাখার জন্য এই ইন্টারলকিং সিস্টেম ব্যবহার করা হয়। ব্যান্ডেলে যে ইন্টারলকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, সেটি টেকনোলজিক্যালি অনেকটাই অ্যাডভান্সড। ব্যান্ডেল স্টেশনে এই ইন্টারলকিং সিস্টেম স্বাভাবিকভাবেই নজর কেড়েছে ভারতীয় রেলের। আর যে কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম পাঠানো হল ব্যান্ডেল স্টেশনের।