Prime
Daily
কয়েনের ক্ষেত্রে ইনসেন্টিভ বাড়ানো হলো তিনগুণ : আরবিআই
By sanchitabpn21 | August 29, 2021
Daily
কয়েনের ক্ষেত্রে ইনসেন্টিভ বাড়ানো হলো তিনগুণ , জানালো আরবিআই। বাজারে লক্ষণীয়ভাবে কমেছে কয়েনের চাহিদা। এদিকে শীর্ষ ব্যাংকের ভাঁড়ারে জমেছে কয়েনের স্তূপ। কয়েনের লেনদেন মসৃণ করতেই এমন ঘোষণা করলো আরবিআই।
রিজার্ভ ব্যাঙ্কের ক্লিন নোট পলিসি অনুযায়ী ব্যাংকগুলোকে কয়েন পাঠাতে শুরু করে দিয়েছে তারা। বর্তমানে কয়েনের ব্যাগ প্রতি ইনসেন্টিভ দিয়ে থাকে ২৫ টাকা, যা এখন বেড়ে দাঁড়াবে ৬৫ টাকাতে। অর্থাৎ প্রায় তিনগুণ। ব্যাংকগুলোতে কয়েনের প্রচলন বাড়ানো এবং ব্যাংকগুলো যাতে কয়েন নিতে সমর্থ হয়, সেই মর্মেই ইনসেন্টিভ বাড়িয়ে দিল শীর্ষ ব্যাংক।
গ্রামীণ এলাকায় এবং ছোট শহরে ব্যাংকগুলোকে কয়েন বিতরণের জন্য ব্যাগ প্রতি অতিরিক্ত ১০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে আরবিআই। আগামী পয়লা সেপ্টেম্বর থেকেই এই পরিষেবা পেতে শুরু করবে দেশের সমস্ত ব্যাংক।
ব্যুরো রিপোর্ট