Daily
টেক্সটাইল ইন্ডাস্ট্রি। বাংলার ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি ইন্ডাস্ট্রি। নানা টানাপড়েন শেষে আজও বাণিজ্যিকভাবে বেশ সমৃদ্ধ বাংলার এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আর বাংলার অন্যতম জনপ্রিয় এই ইন্ডাস্ট্রিকে বিশ্বমানের করে তুলতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন রাজ্য সরকার। এসছে কোটি কোটি টাকার বিনিয়োগ। আর তারই ফলস্বরূপ এবার ইন্ডাস্ট্রিয়াল পার্কের শুভ সূচনা হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় একটি স্পিনিং মিলে।
২০১২ সাল থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই স্পিনিং মিলটি। এখানকার যে কর্মীরা কাজ হারিয়েছিলেন, সরকারি উদ্যোগে তাদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থাও করা হয়েছে। তাই এই পড়ে থাকা ৩৫ একর জমিকেই পাখির চোখ করেছে রাজ্য সরকার। মিলের মুখ্য বিল্ডিং-এর দায়িত্ব দেওয়া হবে গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থা তন্তুজকে। ইতিমধ্যেই পাওয়ার লুম প্রজেক্টের জন্য প্রয়োজনীয় মেশিন ইন্সটল করতে শুরু করে দিয়েছে তন্তুজ। আশা করা হপচ্ছে আগামী এক মাসের মধ্যেই পুরোপুরিভাবে কাজ শুরু হবে এই টেক্সটাইল পার্কে।
জেলার প্রত্যেকটা স্কুলের পোশাক সহ অন্যান্য বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করা হবে এখান থেকে। টেক্সটাইল পার্কে বিনিয়োগের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। টেক্সটাইল পার্ক তৈরি হয়ে গেলে, যেমন প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, তেমনই এই টেক্সটাইল পার্কের হাত ধরেই বদলে যেতে পারে উত্তর দিনাজপুর জেলার অর্থনৈতিক ছবিটা।
অনুপ জয়সয়াল
উত্তর দিনাজপুর