Daily

বেঙ্গালুরুর ন্যায় এবার ইন্সুলেটেড কিয়স্ক এবার তিলোত্তমা কলকাতাতেও। আবহাওয়ার কথা মাথায় রেখে বানানো হচ্ছে এই ইন্সুলেটেড কিয়স্ক। সম্প্রতি কলকাতার পার্ক স্ট্রিট মোড়ে পরীক্ষামূলক ভাবে বসেছে একটু ইন্সুলেটেড কিয়স্ক। ভবিষ্যতে সাফল্য মিললে ভবিষ্যতে আরও বেশ কয়েকটি ইন্সুলেটেড কিয়স্ক পেতে পারেন তিলোত্তমার ট্রাফিক পুলিশ।
রোদ- ঝড়- বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে পরিষেবা দিয়ে যান ট্রাফিক পুলিশেরা। তাই তাদের কথা মাথায় রেখে এই কিয়স্কের ভিতর রয়েছে ফ্যানের ব্যবস্থা। থাকছে ছোট একটি টেবিল, যেখানে বসে টুকটাক কাজকর্ম করতে পারবেন ট্রাফিক পুলিশ। থাকছে মাইক্রোফোনের ব্যবস্থা। অর্থাৎ রাস্তা পারাপারের সময় সাধারণ মানুষের উদ্দেশ্যে কোনো বার্তা পৌঁছে দিতে তারা এই মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। পাশাপাশি থাকছে, ফার্স্টএইড বক্স আর মোবাইল চার্জিং পয়েন্টের মত দুটো ভীষণ গুরুত্বপূর্ণ ফেসিলিটি।
এবার থেকে শহরের রাস্তায় আপনার চোখে পড়বে এই ইন্সুলেটেড কিয়স্ক। আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে এই নয়া ডিজিটাল কিয়স্ক তৈরি করা হয়েছে ইন্সুলেট পদ্ধতি মেনেই। সব ঠিক থাকলে খুব শীঘ্রই ১৭৪ টি ইন্সুলেট কিয়স্ক বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা পুলিশ।
ব্যুরো রিপোর্ট